ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে জমকালো আয়োজনে উদযাপন করা হলো গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জনাব মামুনুল হক অনিক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধামরাই থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম। রমিজুর রহমান রোমা–চেয়ারম্যান সুতিপাড়া ইউনিয়ন পরিষদ।
এবং বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক।
উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ:
✅ মামুনুল হক অনিক — উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক
✅ মনিরুল ইসলাম — অফিসার ইনচার্জ, ধামরাই থানা
✅রমিজুর রহমান রোমা–চেয়ারম্যান সুতিপাড়া ইউনিয়ন পরিষদ
✅ ইশতিয়াক আহমেদ ফারুক — সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রদল
✅ আব্দুর নুর তুষার — সভাপতি, ধামরাই প্রেসক্লাব ও মাই টিভি প্রতিনিধি
✅ আব্দুল — সাধারণ সম্পাদক, ধামরাই প্রেসক্লাব ও সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি।
✅ আবু হাসান – কালের কন্ঠ
✅মোস্তাফিজুর রহমান (বকুল) এশিয়ান টিভি
✅ নাজমুল হাসান — ধামরাই উপজেলা প্রতিনিধি, গ্লোবাল টেলিভিশন এবং
✅ প্রেসক্লাবের অন্যান্য সম্মানিত সাংবাদিকবৃন্দ
🗣️ বক্তব্য ও প্রতিক্রিয়া:
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মামুনুল হক অনিক বলেন,
“গ্লোবাল টেলিভিশন যেভাবে পেশাদার সাংবাদিকতায় এগিয়ে যাচ্ছে, তাতে দেশীয় গণমাধ্যম আরও শক্তিশালী হচ্ছে। স্থানীয় পর্যায়ে এর প্রভাব ও অবদান চোখে পড়ার মতো।”
ওসি মনিরুল ইসলাম বলেন,
“সাংবাদিকরা সমাজের আয়না। তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে সাধারণ মানুষ উপকৃত হয় এবং রাষ্ট্রও উপকৃত হয়।”
অনুষ্ঠানের হাইলাইট:
কেক কাটা
অতিথিদের শুভেচ্ছা বক্তব্য
স্থানীয় সাংবাদিকদের সম্মাননা প্রদান
গ্লোবাল টিভির সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনায় অংশগ্রহণ।
সাংবাদিকতা যে শুধু সংবাদ পরিবেশন নয়, বরং সমাজের দায়িত্ব ও দায়বদ্ধতার অংশ—ধামরাই প্রেসক্লাবের এই আয়োজন তা আবারও প্রমাণ করল। গ্লোবাল টিভির এই অর্জন এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ধামরাইয়ের গণমাধ্যম জগতে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিল।