1. live@dainikdeshkantho.online : দৈনিক দেশ কণ্ঠ : দৈনিক দেশ কণ্ঠ
  2. info@www.dainikdeshkantho.online : দৈনিক দেশ কণ্ঠ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বজন পরিবহনের নতুন বাস সার্ভিস চালু, সদরঘাট পর্যন্ত চলবে রুট ছোট চন্দ্রাইলে ড্রেনেজ সমস্যার সমাধানে নিজ উদ্যোগে মাঠে নামলেন ৯ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী। ধামরাইয়ে এসএসসি পাসের হার কমেছে আশুলিয়ায় ব্রেন স্ট্রোক করে সাবেক যুবদল নেতার মৃত্যু ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ধামরাই প্রেসক্লাবের আয়োজনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন ধামরাই ধুলিভিটায় জামায়াতের দোয়া অনুষ্ঠান: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন আজ শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা — দেশজুড়ে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থীর স্বপ্নযাত্রা শুরু ধামরাইয়ে ইয়াবাসহ তিন যুবক আটক “ধামরাই পৌর ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সড়ক উন্নয়ন দ্রুত বাস্তবায়নের আশ্বাসে যুবদলের কৃতজ্ঞতা প্রকাশ”

মব জাস্টিস অনেক হয়েছে আর নয়: স্বরাষ্ট্র উপদেষ্টার হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব জাস্টিস আর অ্যালাউ (অনুমোদন) করা যাবে না। অনেক হয়েছে। কারও কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে তিনটার দিকে যশোরের সশস্ত্র বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

যশোর জেলা প্রশাসনের সভাকক্ষ অমিত্রাক্ষরে এ মতবিনিময় সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণ-অভ্যুত্থানে দেশের বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে, তার সব এখনো আমরা উদ্ধার করতে পারিনি। যত দ্রুত সম্ভব এসব অস্ত্র উদ্ধার করতে হবে।
<span;>জামিনে দাগি সন্ত্রাসীদের মুক্তি পাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অনেক বড় বড় সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। আমাদের আরও বেশি কেয়ারফুল হতে হবে। জামিনের বিষয়টা তো আমাদের হাতে নেই। জজরা বিচার-বিবেচনা করে জামিন দিচ্ছেন।’ এ বিষয়ে আদালতের পিপির দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
<span;>সরকারি আমলাদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা অরাজনৈতিক সরকার। আমাদের কাছ থেকে আপনারা বেশি সুবিধা নিতে পারেন। চাকরির পোস্টিংসহ বিভিন্ন ক্ষেত্রে আমরা অনুরোধ-তদবির অ্যাভয়েড (এড়াতে) করতে পারি। শতভাগ হয়তো পারিনি। তবে যতটা সম্ভব, আমরা অনুরোধ না রাখার চেষ্টা করছি। থানার ওসি যেন ঘুষ না খায়, সেটা আপনারা দেখবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বন্ধুবান্ধব, আত্মীয়ের সংখ্যা বেড়ে গেছে। আত্মীয় পরিচয়ে কেউ কোনো সুবিধা নিতে গেলে প্রথমবার চা খাওয়ায়ে বিদায় করবেন। দ্বিতীয়বার পুলিশে সোপর্দ করবেন। কোনো রিকোয়েস্ট থাকলে আমি নিজে ফোন করব।

মদকদ্রব্য অধিদপ্তরে কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। ১৫ হাজার বোতল ফেনসিডিল ছাইড়া দিয়ে ৫০০ বোতল রিকভার (উদ্ধার) দেখান, এটা বন্ধ করতে হবে।

মতবিনিময় সভায় যশোরের জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামসহ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট