1. live@dainikdeshkantho.online : দৈনিক দেশ কণ্ঠ : দৈনিক দেশ কণ্ঠ
  2. info@www.dainikdeshkantho.online : দৈনিক দেশ কণ্ঠ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বজন পরিবহনের নতুন বাস সার্ভিস চালু, সদরঘাট পর্যন্ত চলবে রুট ছোট চন্দ্রাইলে ড্রেনেজ সমস্যার সমাধানে নিজ উদ্যোগে মাঠে নামলেন ৯ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী। ধামরাইয়ে এসএসসি পাসের হার কমেছে আশুলিয়ায় ব্রেন স্ট্রোক করে সাবেক যুবদল নেতার মৃত্যু ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ধামরাই প্রেসক্লাবের আয়োজনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন ধামরাই ধুলিভিটায় জামায়াতের দোয়া অনুষ্ঠান: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন আজ শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা — দেশজুড়ে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থীর স্বপ্নযাত্রা শুরু ধামরাইয়ে ইয়াবাসহ তিন যুবক আটক “ধামরাই পৌর ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সড়ক উন্নয়ন দ্রুত বাস্তবায়নের আশ্বাসে যুবদলের কৃতজ্ঞতা প্রকাশ”

সাভারের আশুলিয়ার আলোচিত শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাহিদুল আলম -ঢাকা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আশুলিয়ায় বসবাসকারী শারমীন শিলা ওরফে ক্রিম আপা একজন বিউটিশিয়ান। মেকআপের জন্য বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন তিনি। পণ্য বিক্রির লক্ষ্যে এবং ভিউ পেতে নিজের ছেলেমেয়েকে নিয়ে ফেসবুকসহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সেগুলো পোস্ট দেন। গত ৩০ মার্চ নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করলে সেটি ভাইরাল হয়। ওই ভিডিওতে শারমীন শিলা তার মেয়ে শিশুকে জোর করে একহাতে দিয়ে মুখে চাপ দিয়ে হা করিয়ে অপর হাত দিয়ে মেয়েকে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করেন।

এজহারে আরও বলা হয়, শারমীন শিলা নিজের ছেলেমেয়েদের জোর করে ক্যামেরার সামনে এনে চুলকাটা বা রং করা, কানে ভারী দুল পরানো, শিশুদের মুখে কুলকুচি করা, অপমানজনক গালিগালাজ করা, থাপ্পড় ও শারীরিক কষ্ট দিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করছেন। তিনি ভাইরাল হওয়ার জন্য মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত, উৎপীড়ন, অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন।

মামলার বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শারমীন শিলার বিরুদ্ধে শিশু আইনের ৭০ ধারায় মামলা হয়েছে। সাভার উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বাদী হয়ে মামলাটি করেছেন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পণ্যের প্রচারের পাশাপাশি শিলা নানা ভিডিও তৈরি করে থাকেন। এসব ভিডিওতে দেখা যায়, তিনি তার দেড় বছর বয়সী মেয়ের চুলে রাসায়নিক প্রয়োগ, কানে ভারী দুল পরানো, ধমকানো, খাবার কেড়ে নেওয়া এবং মাঝে মাঝে চড় মারার মতো আচরণ করছেন।

এসব ভিডিওতে মেয়েটির চোখে-মুখে ভয়ভীতির চিহ্ন স্পষ্ট হলেও শিলা এসব আচরণকে ভালোবাসা বলে দাবি করেন। মাঝে মাঝে ক্যামেরার সামনে তিনি তার ১২ বছর বয়সী ছেলেকেও হাজির করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট