ধামরাইয়ে আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— কুশুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সেলিম এবং কুশুরা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য সারোয়ার হোসেন বাবু।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিক্ষার্থী সাদ হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তদন্ত চলমান রয়েছে। ইতোমধ্যে এ মামলায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের কর্মসূচির সময় সংঘর্ষে সাদ নামে এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিহতের পরিবার হত্যার ন্যায়বিচার দাবি করে মামলা দায়ের করে।
পুলিশের দাবি, এ ধরনের অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। ধামরাইয়ে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত