ঢাকার ধামরাই পৌরসভার যাত্রাবাড়ি মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল জনসভা শেষে পরদিন দেখা গেল ভিন্ন এক চিত্র। ঢাকা-২০ আসনের জামায়াতের এমপি প্রার্থী কাজী মাওলানা মো: আব্দুর রউফ নিজ হাতে মাঠ পরিষ্কারের কাজে অংশ নেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের জামায়াত নেতাকর্মীরাও।
ঘটনাস্থলের চিত্র
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার অনুষ্ঠিত জনসভার পর শনিবার সকালে কাজী আব্দুর রউফ মাঠে এসে নিজ হাতে প্লাস্টিক, কাগজপত্র, পানির বোতল ও খাবারের প্যাকেট পরিষ্কার করতে শুরু করেন। তার এই উদ্যোগ দেখে উপস্থিত নেতাকর্মীরাও সঙ্গে সঙ্গে কাজে যোগ দেন। ধীরে ধীরে পুরো মাঠজুড়ে নেতাকর্মীদের হাতে ঝুড়ি, ব্যাগ ও কোদাল দেখা যায়। সবাই মিলে মাঠ পরিষ্কার করে জায়গাটিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনেন।
এমপি প্রার্থীর বক্তব্য
এসময় কাজী আব্দুর রউফ বলেন—
“রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয়। রাজনীতি মানে জনগণের কল্যাণে দায়িত্ববোধ থেকে কাজ করা। আমরা চাই রাজনীতি হোক পরিচ্ছন্ন, স্বচ্ছ ও জনগণকেন্দ্রিক। আর পরিষ্কার-পরিচ্ছন্নতা তো ইসলামেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।”
তিনি আরও যোগ করেন—
“আমাদের নেতাকর্মীরা সবসময় জনগণের সঙ্গে থেকে সমাজসেবামূলক কাজ করবেন। রাজনীতির মাধ্যমে আমরা শুধু শাসন নয়, বরং সেবার রাজনীতি গড়ে তুলতে চাই।”
স্থানীয়দের প্রতিক্রিয়া
স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রাজনীতিবিদদের এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ড সমাজে বিরল। সাধারণত জনসভা শেষে মাঠ ভরে যায় আবর্জনায় এবং তা পরিষ্কার হতে সময় লাগে। কিন্তু এবার এমপি প্রার্থী নিজেই মাঠে নেমে পরিষ্কার করেছেন, যা জনগণের সঙ্গে রাজনৈতিক নেতার সম্পর্ক আরও দৃঢ় করবে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন—
“আমরা প্রথমবার দেখলাম এমপি প্রার্থী নিজ হাতে মাঠ পরিষ্কার করছেন। এটি আমাদের কাছে অত্যন্ত ইতিবাচক দৃষ্টান্ত। এ ধরনের কাজ করলে রাজনীতির প্রতি মানুষের আস্থা বাড়বে।”
নেতাকর্মীদের বক্তব্য
পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া একাধিক নেতাকর্মী জানান, সমাজসেবামূলক কাজে তারা সবসময় প্রস্তুত। তাদের মতে, জনসভা শুধু রাজনৈতিক বক্তব্যের জায়গা নয়, বরং জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ারও সুযোগ। আর সেই কাজেরই প্রমাণ দিয়েছেন তাদের প্রার্থী।
সম্পাদক ও প্রকাশক : মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত