ঢাকার ধামরাই উপজেলার ছয়বাড়িয়া সরকারি ক্লাব নতুন করে দোতলা আধুনিক ভবন হিসেবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বৈঠক করেছেন।
সভায় উপস্থিত ছিলেন ছয়বাড়িয়ার কৃতি সন্তান আরিফ শিকদার, অহেদুজ্জামান, মঞ্জুরুল আলম এবং ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ রোমান শিকদার।
আলোচনায় জানানো হয়, পুরোনো ক্লাব ভবনটি ভেঙে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটি আধুনিক ভবন নির্মাণ করা হবে। এটি ছয়বাড়িয়ার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, আগামী তিন মাসের মধ্যে নির্মাণকাজ শুরু হবে। বাস্তবায়িত হলে যুবসমাজ ও সাধারণ মানুষ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হতে পারবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী দ্রুত নির্মাণকাজ শুরু করতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত