ঢাকার ধামরাই পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে নিজ উদ্যোগে ২ কিলোমিটার ড্রেন পরিষ্কার করেছেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ ফারুক। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশনায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে শনিবার সকাল থেকে ময়লা ও ময়রায় ভরাট হয়ে থাকা ড্রেন পরিষ্কার করেন তিনি।
ড্রেন সচল হওয়ায় এলাকার রাস্তাঘাট ও ঘরবাড়িতে জমে থাকা পানি নেমে গেছে। এতে জনসাধারণের চলাচল সহজ হয়েছে এবং যানবাহন চলাচলও স্বাভাবিক হয়েছে। এলাকাবাসী এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
স্থানীয়রা জানান, পৌরসভাকে বারবার জানানো সত্ত্বেও জলাবদ্ধতা নিরসনে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। প্রায় তিন বছর ধরে চন্দ্রাইল এলাকাসহ বিভিন্ন স্থানে পানি জমে থেকে জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। এ অবস্থায় ছাত্রদল নেতা ইশতিয়াক ফারুকের উদ্যোগে সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর জীবনে।
এ প্রসঙ্গে ইশতিয়াক আহম্মেদ ফারুক বলেন, “ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় এলাকাবাসীর চরম দুর্ভোগ চলছিল। পৌর কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই নিজেই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রায় ২ কিলোমিটার ড্রেন পরিষ্কার করেছি। এখন আর বৃষ্টিতে পানি জমে থাকবে না।”
তিনি আরও জানান, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশে এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি সমাজের স্বচ্ছল মানুষদেরও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত