ই“সেই দিনের ঘটনা, আমি নিজেই দেখছি সামনে দাঁড়িয়ে…”
ধামরাই প্রতিনিধি (নিজস্ব প্রতিবেদন):
৪ আগস্ট ২০২৪। দুপুর গড়িয়ে বিকেল। আমি তখন কালামপুর বাসস্ট্যান্ডে, সাধারণ ভিড়ের মাঝে। হঠাৎ দেখি, কিছুটা উত্তেজনা—একজন পুলিশের সাথে দুই-তিনজন যুবকের কথা কাটাকাটি। চেহারায় রাগ। মুখে চিৎকার। ধীরে ধীরে চারপাশে মানুষ জমে গেল।
আমার হাতে মোবাইল ছিল, সাংবাদিক হিসেবে প্রতিদিনের মতই ফেসবুক লাইভে কিছু ক্লিপ নিতে গেছি। তখন দেখি জনতা ধাওয়া শুরু করছে পুলিশকে। আমি ভাবিনি এমন কিছু হবে।
আমি চোখের সামনে দেখি —
দুইজন পুলিশ সদস্য রাস্তার একদিকে দৌঁড়াচ্ছেন। পেছনে মানুষ চিৎকার করছে—"ভুল করছো, পালায়া কই যাও!"
একজন পুলিশ সদস্য হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, আরেকজন তাকে ধরে তুলছেন।
আমি তখন ভিডিও করতে করতে কাঁপছিলাম। কারণ পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছিল। তবে আমি পেছনে না হটে, সবটা তুলে রাখি—মানুষ জানুক, কী ঘটেছিল সেদিন।
সবচেয়ে অবাক ব্যাপার হলো:
পুলিশ তখন গুলি চালায়নি, লাঠি তুলেও মারেনি। শুধু পিছু হটেছে। পরে জেনেছি, তারা উপরের নির্দেশে সহিংসতা না বাড়িয়ে এলাকা ছেড়ে যায়।
সেই ভিডিও যখন ভাইরাল হয়, আমার মোবাইলে কল আসা শুরু হয়—অনেকে বলে, “ভাই আপনি না থাকলে আমরা জানতেই পারতাম না কী হইছিল।”
এই ছিল সেই দিনের গল্প—ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডে পুলিশের পিছু হটার নেপথ্যের আসল চিত্র।
সম্পাদক ও প্রকাশক : মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত