যাতায়াত সুবিধার্থে নতুন বাস সার্ভিস চালু করলো স্বজন পরিবহন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে এই সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
স্বজন পরিবহনের নতুন বাসগুলো কালামপুর → সাভার → গুলিস্তান → সদরঘাট পর্যন্ত নির্ধারিত রুটে চলবে।
এই বাস সার্ভিসের ধামরাই অংশের সার্বিক তদারকির দায়িত্বে রয়েছেন ফরহাদ হোসেন রিমন। তিনি জানান, “আমরা যাত্রীসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। সময়মতো, নিরাপদ ও আরামদায়ক গন্তব্যে পৌঁছানোই আমাদের প্রধান লক্ষ্য।”
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন ধরে রাজধানীর সাথে নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন গণপরিবহনের দাবি ছিল ধামরাইবাসীর। স্বজন পরিবহনের এই পদক্ষেপে কিছুটা হলেও যাতায়াত দুর্ভোগ কমবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশক : মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত