ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
অন্যান্য বছরের তুলনায় ২০২৫ সালে ধামরাইয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ বছর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, বেশ কিছু বিদ্যালয়ে পাসের হার আশানুরূপ হয়নি।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, টানা রাজনৈতিক অস্থিরতা, শিক্ষকদের অনুপস্থিতি, শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির অভাব এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থায় অভ্যস্ত না হওয়াই এই ফলাফলের পেছনে বড় কারণ। এছাড়াও অনলাইন ক্লাসের অনিয়মিততা এবং পরীক্ষার আগ মুহূর্তে পাঠ্যসূচি শেষ করতে না পারাও নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা।
এ বিষয়ে ধামরাই উপজেলার এক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বলেন, “আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের সঠিকভাবে প্রস্তুত করতে। তবে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি এবং অভ্যাসগত পড়াশোনার ঘাটতি ছিল চোখে পড়ার মতো।”
উল্লেখ্য, গত বছর ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল প্রায় ৮৪ শতাংশ। এবছর তা কমে দাঁড়িয়েছে প্রায় ৭০ শতাংশে।
সম্পাদক ও প্রকাশক : মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত