আজ মঙ্গলবার বিকেল ৫টায় ধামরাই উপজেলার ধুলিভিটা বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের দক্ষিণ পাশে এক মিলনমেলা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী – ধামরাই পৌরসভা ও উপজেলা শাখা। এ আয়োজনে অংশগ্রহণ করেন স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ, কর্মী এবং সাধারণ মুসল্লিরা।
স্মরণ করা হয় শহীদ ও আহতদের
অনুষ্ঠানে জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানের শহীদ ও পঙ্গুত্ববরণকারী ভাইদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একইসঙ্গে, আহত ভাইদের দ্রুত আরোগ্য এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মাওলানা ওলামা মাশায়েখগণ কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন এবং পরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার মধ্য দিয়ে তা শেষ হয়।
সময়: বিকেল ৫টাস্থান: ধুলিভিটা বাসস্ট্যান্ড (মসজিদের দক্ষিণ পাশে)
আয়োজক: বাংলাদেশ জামায়াতে ইসলামী – ধামরাই পৌরসভা ও উপজেলা শাখা
বক্তারা যা বললেন:অনুষ্ঠানে বক্তারা বলেন—
“যারা গণ–অভ্যুত্থানে জীবন দিয়েছেন, তারা আমাদের জাতির গর্ব। শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয়।”
তারা আরও বলেন,
“দেশের চলমান অস্থিরতা ও স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে শহীদদের এই আত্মত্যাগ আমাদের পথ দেখাবে।”
সম্পাদক ও প্রকাশক : মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত