আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় সামান্য বেশি।
সাধারণ শিক্ষা বোর্ড ১০,৩০,০০০+
মাদ্রাসা বোর্ড (আলিম) প্রায় ১,১০,০০০
কারিগরি শিক্ষা বোর্ড প্রায় ১,১১,০০০
মোট কেন্দ্র প্রায় ২,৭০০
বিদেশে পরীক্ষা কেন্দ্র ৯টি দেশের ১৪টি কেন্দ্রে
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারও সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পরীক্ষাকেন্দ্রগুলোতে মোবাইল জ্যামার, বিশেষ তদারকি দল এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।
এইচএসসি পরীক্ষা বাংলাদেশের শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। এই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে ভবিষ্যতের উচ্চশিক্ষা, ক্যারিয়ার এবং জীবনের দিকনির্দেশ। তাই দেশের প্রতিটি ঘরে আজ দোয়া, অপেক্ষা আর উৎসাহ।
এক শিক্ষার্থী জানায়,
“এইচএসসি শুধু একটা পরীক্ষা নয়, এটা আমার স্বপ্নের প্রথম ধাপ। বাবা-মা, শিক্ষক আর নিজের জন্য আজ আমার যুদ্ধ শুরু।”
🛑 বিশেষ সতর্কতা:
কেউ যাতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করতে না পারে, সেজন্য সাইবার নজরদারি বৃদ্ধি করা হয়েছে
কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে সবার মোবাইল ব্যবহার নিষিদ্ধ
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তাৎক্ষণিক বহিষ্কার ও আইনি ব্যবস্থা
শিক্ষা মন্ত্রণালয়ের বার্তা:
> “পরীক্ষা নিয়ে কোনো গুজবে কান না দিয়ে মনোযোগী হয়ে পরীক্ষা দিন। শিক্ষার্থীদের সফল ভবিষ্যতের জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।”
— শিক্ষামন্ত্রী, বাংলাদেশ সরকার
ধামরাইসহ সারাদেশের সকল শিক্ষার্থীদের জন্য রইলো দেশ কন্ঠ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভকামনা। সাফল্য তোমাদের সঙ্গী হোক!
✍️ প্রতিবেদন: মামুন আহমেদ জয় | দেশ কন্ঠ
সম্পাদক ও প্রকাশক : মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত