ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনটি ছিলো দলীয় ঐক্য ও আন্দোলন ভিত্তিক কর্মপরিকল্পনা নিয়ে চিন্তাশীল একটি উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তমিজ উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই থানা বিএনপির সভাপতি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি এক নতুন দিশা দিচ্ছে। এই দফাসমূহ বাস্তবায়নই দেশের মুক্তির একমাত্র পথ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আনোয়ার জাহিদ তালুকদার — সহ-সভাপতি, ধামরাই পৌর বিএনপি
আশিকুজ্জামান স্বপন — সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি
ইঞ্জিনিয়ার মারুফ সিকদার — সাংগঠনিক সম্পাদক, ধামরাই পৌর বিএনপি
বক্তব্য পর্বে তাঁরা বলেন, ধামরাইয়ের তৃণমূল পর্যায়ে ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এই কর্মসূচি ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এছাড়া, অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ পূর্ণমিলনী ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। আলোচনার পাশাপাশি নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার এক অসাধারণ মুহূর্ত তৈরি হয়।
সম্পাদক ও প্রকাশক : মামুন আহমেদ জয়, বার্তা ও সম্পাদকীয় বিভাগ: +৮৮ ০১৯১০-১১২২৬১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত