তখন চলতো নির্বিঘ্নে চুরি, ডাকাতি, ছিনতাই, এবং অবাধে চলত মাদকের কেনাবেচা,যেন ধামরাই হয়ে উঠেছিল মাদকের স্বর্গরাজ্য কেউ আবার চালাচ্ছিল মব জাস্টিস চলতেছিল সব জায়গায়।
মানুষ এখন নির্বিঘ্নে রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন প্রতিনিয়ত ধামরাই থানা থেকে পেট্রোল টীম দিনরাত পৌরসহর এবং ধামরাই উপজেলার প্রত্যেকটি গ্রামে গ্রামে টল দিচ্ছেন।
এবং মনিরুল ইসলাম ২৪ ঘন্টা মনিটরিং করছে ধামরাই থানার আইন-শৃঙ্খলা বাহিনীকে।
এবং ইতিপূর্বে ধামরাই বাসি কখনো দেখেনি এত দ্রুত প্রত্যেকটি মামলার এত দ্রুত সমাধান দিতে।
সাধারণ মানুষের চাওয়া ওসি মনিরুল ইসলাম যেন দীর্ঘদিন ধামরাই থানা থেকে আইনশৃঙ্খলার আর উন্নতি ঘটাতে পারে। এবং ওসি মনিরুল ইসলামের দীর্ঘ আয়ু কামনা করছেন অনেকেই।