1. live@dainikdeshkantho.online : দৈনিক দেশ কণ্ঠ : দৈনিক দেশ কণ্ঠ
  2. info@www.dainikdeshkantho.online : দৈনিক দেশ কণ্ঠ :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে স্বজন পরিবহনের নতুন বাস সার্ভিস চালু, সদরঘাট পর্যন্ত চলবে রুট ছোট চন্দ্রাইলে ড্রেনেজ সমস্যার সমাধানে নিজ উদ্যোগে মাঠে নামলেন ৯ নং ওয়ার্ডের কমিশনার প্রার্থী। ধামরাইয়ে এসএসসি পাসের হার কমেছে আশুলিয়ায় ব্রেন স্ট্রোক করে সাবেক যুবদল নেতার মৃত্যু ধামরাইয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ধামরাই প্রেসক্লাবের আয়োজনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন ধামরাই ধুলিভিটায় জামায়াতের দোয়া অনুষ্ঠান: জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন আজ শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা — দেশজুড়ে ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থীর স্বপ্নযাত্রা শুরু ধামরাইয়ে ইয়াবাসহ তিন যুবক আটক “ধামরাই পৌর ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে সড়ক উন্নয়ন দ্রুত বাস্তবায়নের আশ্বাসে যুবদলের কৃতজ্ঞতা প্রকাশ”

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে আজ শনিবার (১২ এপ্রিল) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরকালে তিনি, রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ৭ এপ্রিল সেনাপ্রধান রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এ ফোমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, প্রশিক্ষণ সহায়তা, দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়ন ও পারস্পরিক আস্থা সৃষ্টি, রাশিয়াতে দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চ শিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সহযোগিতা এবং যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়াদি আলোচনা করেন।

এরপর ৮ এপ্রিল সেনাপ্রধান রাশিয়ান সেনাবাহিনী প্রধান ওলেগ সালুইকোভের এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, প্রশিক্ষণ সহায়তা বিশেষ করে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষনার্থী বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও, জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়ান রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গে রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ভৌত সুরক্ষা ব্যবস্থার কাজ যথাসময়ে সম্পন্ন করত: জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের ব্যবস্থা করনের ব্যাপারে আলোচনা করেন। পাশাপাশি, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রোসটেক এবং রোসোবোরন এক্সপোর্টের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যে সামরিক আদান-প্রদান আরও দ্রুত এবং গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ক্রোয়েশিয়া সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেনেন্ট জেনারেল তিহোমির কুনদিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা প্রতিরক্ষা সহযোগিতা এবং সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা শিল্প স্থাপনের সম্ভাব্য সুযোগ, যৌথ সামরিক মহড়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, রবিবার (৬ এপ্রিল) সেনাবাহিনী প্রধান সরকারি সফরে রাশিয়া এবং পরবর্তীতে বৃহস্পতিবার (১০ এপ্রিল) ক্রোয়েশিয়া যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট